আমি বাংলার কবি
- দেলাওয়ার হোসাইন হুযাইফি
আমি বাংলাদেশের কবি
লেখি যত কবিতা,
সবি বাংলার তরে,
এই বাংলার সবি তা।
এই বাংলা আমার সাধনা যে ভাই,
বাংলা সুরের তান,
যতোদিন বেঁচে রবো, গেয়ে যাব
এই বাংলার গান।
বাঙ্গালী আমি বাংলায় গাই
এই বাংলার গান।
আমি বাংলার, বাংলা আমার
আল্লাহর সেরা দান।।
এই বাংলা আমার জুড়ায়েছ প্রাণ!
বাংলার শত পাখি
বাংলার সুরে সুর মিলিয়েই
ওঠে যেনো তারা ডাকি।
আঁকাবাঁকা মেঠো পথ আর এই
সবুজের প্রান্তর
নিশিথীর মাঝে জোনাকির আলো
কেড়ে নেয় অন্তর।
এই বাংলা আমার সুরের সাধনা
বাংলা আমার প্রাণ!
আমি বাংলার, বাংলা আমার
আল্লাহর সেরা দান।।
বাংলা আমার শাপলা-শালুক,
পদ্ম দিঘীতে ফোটা।
বাংলা আমার কৃষ্ণচূড়ায়
লালে লাল হয়ে ওঠা।
বাংলা আমার সোনালী ধানের
সষ্য বিছানো মাঠ।
বাংলা আমার সর্ষে ফুলের
হলদে রূপের হাট।
বাংলা আমার কিষানের হাসি
শত মান- অভিমান...
আমি বাংলার, বাংলা আমার
আল্লাহর সেরা দান।।
- (দেলাওয়ার হোসাইন হুযাইফি)
ليست هناك تعليقات:
إرسال تعليق